পদ্মা সেতু উদ্বোধনে মৌলভীবাজারে র‌্যালী ও উদ্বোধনী অনুষ্টান প্রদর্শন

 

 

 

এম.মুসলিম চৌধুরী

মৌলভীবাজারে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণঢ্য র‌্যালী ও উদ্বোধনী অনুষ্টান প্রদর্শন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে ‘স্বপ্নের হাত ধরে সম্ভাবনার পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিবিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর প্রধানমন্ত্রী কর্তৃক ‘পদ্মা সেতু’ উদ্বোধন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বেলুন ওড়ানো হয়। পরে সেতু বিষয়ক আলোচনা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ প্রমূখ। এছাড়াও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন