এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শনিবার (২৫ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সি, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রসিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌধুরী মামুন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।