কমলগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা

আকাশ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এডাবের সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালা হয়।
সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, উপজেলা মেডিকেল টেকনোলজি ইপিআই আশরাফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. ইকবাল হোসেন চৌধুরী, এডাব বাংলাদেশ প্রতিনিধি রোকসানা আক্তার।অনুষ্ঠানে কোভিড -১৯ প্রতিরোধে সকলকে সচেতনতা, টিকা জোরদারকরণে যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা এরকম আয়োজনকে প্রশংসা করেন।

শেয়ার করুন