শ্রীমঙ্গলে ‘‘ইউনিয়ন পরিষদের বাজেটে ওয়াশ বরাদ্ধ, প্রত্যাশা ও প্রাপ্তি’’ শীর্ষক এক কনসালটেশন কর্মশালা

 

এম.মুসলিম চৌধুরী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘ইউনিয়ন পরিষদের বাজেটে ওয়াশ বরাদ্ধ, প্রত্যাশা ও প্রাপ্তি’’ শীর্ষক এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। গতকাল মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীঅীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লায় রায়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডন ওয়ার্কাস বাংলাদেশ প্রকল্পের আওতায় সিমাভী ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া-ওয়াশ প্রকল্পের এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায় এবং সভায় মূল বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিয়া-ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার। কর্মশালায় বক্তব্য রাখেন রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, প্যানেল চেয়ারম্যান মো: সেলিম মিয়া, প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি  আকমল হেহাসেন নিপু, দ্যা ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশওয়ারা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহম্মেদ, কালিঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান্য আবদুস ছত্তার, সাতগাঁও ইউনিয়র পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রতিমা দাশ, আদিবাসি নেতা পরিমল সিং বাড়াইক।অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, টিআইবি কো-অর্ডিনেটর পারভেজ কৈরী, আইডয়ার হিসাব রক্ষক ফরাহানা আক্তার ও ইউনিয়ন ফ্যাসিলেটেটর মো: শাহেদ আহমে প্রমুখসহ চা বাগান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

শেয়ার করুন