শ্রীমঙ্গলে করোনাভাইরাস প্রতিরোধে কল্পে মতবিনিময় সভা অনুষ্টিত


মিজানুর রহমান আলম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রতিরোধমুলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডা’র হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় কমিউনিটি লিডারদের মধ্যে সংবেদনশীলতা ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরন বিষয়ে আলোচনা করা হয়। এ কার্যক্রম ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় এডাবের উদ্যোগে ,মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) কতৃক বাস্তবায়িত হচ্ছে।
এমসিডা’ও প্রধান নির্বাহী মো.তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডাব’র রোকসানারা আক্তার, বাংলাদেশের ওয়াকার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক, সুপ্রভাত উন্নয়ন সংস্হার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব প্রমুখ। সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

 

শেয়ার করুন