মৌলভীবাজারে শুদ্ধাচার পুরস্কার পেলেন ৬ সরকারি কর্মকর্তা-কর্মচারী


এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলা প্রশাসনের শুদ্ধাচার ২০২১-২২ পুরস্কার পেয়েছেন ৬ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার প্রাপ্তদের শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পুরস্কার বিতরণী অনুষ্টানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন জেলার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরী, মৌলভীবাজারের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বিনয় চন্দ্র দেব, রাজনগর ভুমি অফিসের সংযুক্তি নেজারত শাখার অফিস সহায়ক সঞ্জিত চন্দ্র রায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মো. জায়েদ মিয়া। জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন