সিলেটে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

দক্ষিণ কোরিয়া প্রবাসীদের সহযোগিতায় ইপিএস বাংলা কমিউনিটির উদ্যোগে ১জুলাই শুক্রবার, সিলেটের প্রত্যন্ত অঞ্চল যেখানে বাস চলাচল সাভাবিক হয়নি তার মধ্যে গোয়াইনঘাট উপজেলার তুয়াক্কুল ও নন্দিরগাঁ ইউনিয়নের পশ্চিম টেকের খাল, তুরক বাক হাওর, ঘোরামারা হাওর, শিয়ালার হাওর, ম্যাওয়ারকান্দি, লক্ষীনগর চলিতাবাড়ি ও কোম্পানিগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়নের বাঘজুর, পুটামারা, শিবপুর, দুর্গাপুর গ্রামে নৌকা যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

ইপিএস বাংলা কমিউনিটির সদস্য মৃদুল বলেন, ❝সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে❞। দক্ষিণ কোরিয়া প্রবাসী বন্ধুরা বচনটি সত্যিকার অর্থেই বাস্তব জীবনে প্র‍য়োগ ঘটিয়েছে। বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সদস্যদের আর্থিক সহযোগীতার মাধ্যমে দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রান বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে আগামীতে ক্ষতিগ্রস্ত অন্যান উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করবো। তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।

শেয়ার করুন