শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চলছে অভিযান


এম,মুসলিম চৌধুরী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু তোলে কৃষি জমি ও পরিবেশ বিনষ্টকারী বালু উত্তেআলনকারীদের বিরুদ্ধে অভিযাে নেমেছে প্রশাসন।
এসব অবৈধ ভালু উত্তোলনকারী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গতকাল শনিবার ২ জুলাই বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মিঠুন এর তত্তাবধানে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্দীপ তালুকদার অভিযান চালিয়ে বৌলাছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেন। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার ২৯ জুন বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জের গোপলাছড়ায় অভিযান চালায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। এসময় গোপলাছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়। এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ৩৬হাজার টাকা বিক্রি করেন প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, জেলার বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠুর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন