এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্টানকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ জুলাই) সকালে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্র সংরক্ষণ না করার জন্য পশ্চিমবাজার এলাকায় অবস্থিত লিটন এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা এবং কুদরত উল্ল্যা রোডে অবস্থিত মৌলভী ক্যাশ এন্ড ক্যারীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জরিমানা করা দুটি প্রতিষ্ঠান সয়াবিন তেলের ডিলার। এছাড়াও অভিযানে সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মৌলভীবাজারে ভোক্তার অভিযানে দুটি ভোজ্যতেলের প্রতিষ্টানকে জরিমানা
শেয়ার করুন