কুলাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় নাসির বিড়িসহ আটক ১


এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় সেখ নাসিরুদ্দিন পাতার বিড়িসহ আটক হয়েছেন একজন।
সোমবার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারস্থ কৃষি সেবায় হরিচক নামক দোকানের সামনে থেকে ভারতীয় নাসিরুদ্দিন বিড়িসহ চোরাকারবারী ময়নুল ইসলাম কে আটক করে। এসময় আটককৃতের কাছ থেকে ভারত থেকে চোরাইপথে আমদানি করা ২১ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি ও চোরাই মালামাল বহনকারী একটি মোটর সাইকেল জব্দ করা হয়। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন