বন্যায় ক্ষতিগ্রস্ত পুরোহিতরা পেলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী


এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারে পাহাড়ী ঢল আর অতিবৃষ্টিতে বন্যা আক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্ত পুরোহীতদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে ন্যায় ক্ষতিগ্রস্ত পুরোহিতগণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। এ সময় জুড়ী সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্তিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন