স্পোর্টস ডেস্কঃ
রেকর্ড গড়েই জিততে হতো ইংল্যান্ডকে। কারণ চতুর্থ ইনিংসে ৩৫৯ রানের বেশি লক্ষ্যে কখনও জেতেনি তারা। সেখানে ৩৭৮ রান বড্ড কঠিন। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা জনি বেয়ারস্টো ও জো রুট ক্রিজে থেকে সেটা বানিয়ে ফেললেন সহজসাধ্য বিষয়। মাত্র ৩ উইকেট হারিয়ে শেষ দিন এক সেশনেই জিতে গেলো ইংল্যান্ড। ৭ উইকেটে জিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ সমতায় শেষ করলো তারা।
টানা তিন টেস্টে সেঞ্চুরির পর একই ম্যাচে জোড়া সেঞ্চুরিতে পৌঁছান বেয়ারস্টো সিঙ্গেল নিয়ে। তার ১৩৮ বলে পাওয়া সেঞ্চুরিতে ছিল ১২ চার ও ১ ছয়। ১৯৩৯ সালের পর প্রথমবার চতুর্থ ইনিংসে দুই সেঞ্চুরিয়ানের দেখা পেলো ইংল্যান্ড।
সেঞ্চুরির পর আগ্রাসী বেয়ারস্টো মোহাম্মদ সিরাজকে টানা তিনটি চার মারেন। রবীন্দ্র জাদেজাকে চার মারার পর রুট সিঙ্গেল নিয়ে দলকে জেতান। ১৭৩ বলে ১৯ চার ও ১ ছয়ে ১৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। আর ১৫ চার ও ১ ছয়ে বেয়ারস্টোর রান ১১৪, ১৪৫ বল খেলেন তিনি।
৩ উইকেটে ২৫৯ রানে দিন শুরু করেছিল ইংল্যান্ড। জিততে আর ১১৯ রান দরকার ছিল। ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন রুট ও বেয়ারস্টো। তাদের অপ্রতিরোধ্য জুটি আর ভাঙেনি, অপরাজিত ছিলেন ২৬৯ রানের জুটিতে।