সবজি ক্ষেত থেকে বিষাক্ত পিট ভাইপার উদ্ধারের পর লাউয়াছড়ায় অবমুক্ত


এম,মুসলিম চৌধুরী
মৌলভীবাজারের কমলগঞ্জের চিতলিয়া গ্রামের সবজি ক্ষেত থেকে একটি বিষাক্ত পিট ভাইপার সাপ উদ্ধারের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহম্পতিবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে কমলগঞ্জের চিতলিয়া গ্রামে সবজি ক্ষেতে একটি বিষাক্ত পিট ভাইপার সাপ দেখতে পেয়ে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে দ্রæত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
পরে বিকাল ৪ টায় উদ্ধার করা বিষাক্ত পিট ভাইপার সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অবমুক্তের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও শ্রীমঙ্গল থানার এস আই আসাদ হোসেন, বনবিভাগ এর বিট কমকর্তা আনিসুজ্জামান ও এফজি ঋষি ভড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন