এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারে ঈদে যানজট দুরিকরণে ও সড়ক নিরাপদ রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ।
ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর- সিলেট চেকপোস্ট, রাজনগর থানার চেলারচক চেকপোস্ট ও শ্রীমঙ্গল থানার মুছাই চেকপোস্টে ট্রাফিক আইন ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছে প্রশাসন। এসময় চালক ও যাত্রীদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মৌলভীবাজারের সড়ক নিরাপদ রাখতে জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন
শেয়ার করুন