এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলায় সৌদি আরবের সাথে মিল রেখে পরিত্র ঈদুল আজহার জামাত আদায় করেছেন শতাধিক মুসল্লি।
শনিবার (৯ জুলাই) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক একটি বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। নামায শেষে দেশ জাতিসহ বন্যার্তদের জন্য মোনাজাত করা হয়।
নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী। আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি) জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারের শতাধিক মুসল্লির ঈদ জামাত আদায়
শেয়ার করুন