মৌলভীবাজারে জেলা পুলিশ সদস্যদের ঈদ জামাত আদায়


এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যরা পবিত্র ঈদুল-আজহার জামাত আদায় ও ঈদ উদযাপন করেছেন।
রোববার (১০ জুলাই) সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করেন পুলিশ সদস্যরা। ঈদ জামাতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ ঈদ জামাতে অংশ নেন। ঈদ জামাত শেষে দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপার ঈদের জামাতে অংশগ্রহণকারী সকলের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শেয়ার করুন