বড়লেখা থানার বিশেষ অভিযানে জিআর মামলায় ৪ পলাতক আসামি আটক


এম.মুসলিম চৌধুরী

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত পলাতক ৪ আসামি আটক হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার এএসআই উস্তার মিয়া, এএসআই হালিম, এএসআই জিয়াউল এবং এএসআই তালেব সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে বড়লেখা থানার বিভিন্ন স্থান থেকে জিআর মামলায় পরোয়ানাভূক্ত ৪ জন আসামিকে আটক করেন।
আটককৃতরা হলেন, বড়লেখা থানার হিনাইনগর এলাকার ১ পাখি মিয়া, নুনাই মিয়া, কাউসার আজমদ ও জাকির হোসেন ওরফে জুনেদ আহম্মদ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন