চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশনে নতুন করে এমপিওভুক্তি পেয়েছে মাধ্যমিক স্কুল পর্যায়ে ২টি
,নিম্ন মাধ্যমিক স্কুল পর্যায়ে ১১ টি ,
এবং মাদ্রাসা পর্যায়ে দাখিল ৪ টি, আলিম ১ টি, ফাযিল ১টি, কামিল ১টি শিক্ষা প্রতিষ্ঠান ।এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে, হাজানগঞ্জ ইসলামীয়া হাই স্কুল, কুকরি মুকরি সেকেন্ডারী স্কুল।
নিম্ম মাধ্যমিক স্কুল পর্যায়ে, চরফ্যাশন মডেল জুনিয়র হাই স্কুল, কচ্ছপিয়া নীলিমা জ্যাকব জুনিয়র হাই স্কুল, ফরীদাবাদ জুনিয়র হাই স্কুল, হাজারীগঞ্জ হাই স্কুল ,গফুরপুর জুনিয়র হাই স্কুল, অধ্যক্ষ নজরুল নগর জুনিয়র হাই স্কুল, শামীম মেমোরিয়াল জুনিয়র গার্লস হাই স্কুল। নুরাবাদ ইসলামীয়া জুনিয়র স্কুল, সুলতান মিয়ার বাজার জুনিয়র হাই স্কুল। আবু বক্কর পুর জুনিয়র হাই স্কুল। ছাবেরা খাতুন গার্লস হাই স্কুল।
মাদ্রাসা পর্যায়ে দাখিল মাদ্রাসা ,হাজারীগঞ্জ মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদ্রাসা, হাসানগঞ্জ দাখিল মাদ্রাসা, উত্তর ফ্যাশন আদর্শ দাখিল মাদ্রাসা, কুকরিমুকরি ইসলামীয়া দাখিল মাদ্রাসা
আলিম পর্যায়ে, দক্ষিণ চর আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা।
ফাযিল পর্যায়ে, আবু বক্কর পুর আমিনা ইসলামীয়া ফাযিল মাদ্রাসা।
কামিল পর্যায়ে, করিমজাহান মহিলা কামিল মাদ্রাসা।
গতকাল বুধবার শিক্ষামন্ত্রনালয় প্রদত্ত বিজ্ঞাপ্তিতে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নিশ্চিত করেন।