মৌলভীবাজারের রাজনগরে ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্টনকে জরিমানা

 


এম.মুসলিম চৌধুরী

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লোডশেডিং আর অতিরিক্ত গরমের কারণে ইলেকট্রনিকস সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ইলেকট্রনিকস সামগ্রীর প্রতিষ্টানগুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
রোববার (২৪ জুলাই) অতিরিক্ত দামে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি বন্ধে এবং নতুন দামের সয়াবিন তেল নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৯ এর একটি ফোর্সের সহযোগিতায় অভিযানে অতিরিক্ত দামে তেল এবং ইলেকট্রনিকস সামগ্রী বিক্রির অপরাধে রাজনগর উপজেলার মুন্সিবাজারে অবস্থিত ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন