এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ময়দার বস্তায় দেওয়া মূল্যের ছেয়ে অতিরিক্ত মূলে ময়দা বিক্রির দায়ে শ্রীমঙ্গলের শের আলী এন্ড সন্স নামের একটি প্রতিষ্টানকে ৩০ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
মঙ্গলবার (২৬ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে মো: জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগে শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযোগের শুনানীর সময় অভিযুক্ত মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স এর মালিক মো: শাহজাহান মিয়া এবং অভিযোগকারী মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, মো: জাহাঙ্গীর আলমের লিখিত অভিযোগ-পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্স থেকে ময়দার বস্তার গাঁয়ের নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে ময়দা বিক্রি করায় প্রতিষ্টানটির মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, অতিরিক্ত দামে ময়দা ক্রয় করার ফলে তাকে অতিরিক্ত দামে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রয় করতে হয়েছে। যার প্রভাব হোটেল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের উপর পরে । শুনানী শেষে অভিযুক্ত প্রতিষ্টানের মালিককে সতর্ক করা হয়। এবং জরিমানার ২৫ভাগ টাকা অভিযোককারীকে প্রদান করা হয়।