এম.মুসলিম চৌধুরী
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভাইস চেয়াম্যান পদে উপ-নির্বাচন সামনে রেখে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) শ্রীমঙ্গল থানা চত্তরে আগামীকাল বুধবার ২৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব শামীম অর রশিদ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী ব্রিফিং প্যারাডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শহিদুল হক মুন্সী।
নির্বাচনী কেন্দ্রের আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর অফিসার ও ফোর্সদের যথাযথ দিক নির্দেশনা দেওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে অঙ্গিকার ব্যক্ত করেন পুলিশ সদস্যরা।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ নিয়োজিত থাকবে।