কুলাউড়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কামাল গ্রেপ্তার


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য মো: কামাল মিয়া অরফে কামাল ডাকাত।
সোমবার (১ আগস্ট) কুলাউড়া থানা পুলিশের একটি টিমের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য কামালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই বিল্লাল হোসেনসহ পুলিশের একটি টিম কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের বাঘজুর গ্রামে অভিযান চারিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য কামালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডাকাত কামাল মিয়া কুলাউড়া থানার বাঘজুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আব্দুছ ছালেক জানান, ডাকাত কামাল মিয়াকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন