এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কমলগঞ্জের ২০১৩ সালে স্থাপিত বদরুন নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত হওয়ায় আব্দুস শহীদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি,শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। সুধী সমাবেশে বিদ্যালয়টি এমপিও ভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি’ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কৃল কতৃপক্ষ।
বদরুন নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সভাপতি সাব্বির আহমদ ভূইয়া’র সভাপতিত্বে উপস্থিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন নাহার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস শহীদ এমপি কলেজ শ্রীমঙ্গলের গভর্নিং বডির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইউপি চেয়ারম্যান মো: নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।
বদরুন নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত হওয়ায় আব্দুস শহীদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
শেয়ার করুন