স্টাফ রিপোর্টারঃ
- মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মৃন্ময় গোস্বামীর মালিকানাধীন পুকুরে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার রাতের যেকোন সময়ে পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়।
জানা যায়, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের মৃন্ময় গোস্বামীর পুকুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ ঢেলে দেয়ার পর বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে। পরদিন শুক্রবার সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠতে দেখে মৃন্ময় গোস্বামী স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ এলাকাবাসীকে অবহিত করেন।
এ ঘটনায় উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের ভুক্তভোগী মৃন্ময় গোস্বামী একই এলাকার ৫ জনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মৃন্ময় গোস্বামী বলেন, জমিজমার বিরোধ নিয়ে আমার প্রতিপক্ষ মিলন গোস্বামী, বিশ্বজিত গোস্বামী, কৃপাময় গোস্বামী, মিহির গোস্বামী ও জয়ন্ত গোস্বামী পূর্ব থেকেই আমাকে মারধোরসহ নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। পরিকল্পিত ও একইভাবে বিবাদীগণ আমার পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে গত শুক্রবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
“অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষের মধ্যে পুর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে। বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ সম্পর্কে অবহিত আছি, সরেজমিন পরিদর্শনও করেছি। যেহেতু মৃন্ময় গোস্বামী থানায় লিখিত অভিযোগ করেছেন, আশা করছি সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসবে।”
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই শাহ আলম ঢাকা থেকে আসার পর তদন্তকার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।