এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে শোকের মাস আগস্ট উপলক্ষে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্টান আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
মৌলবীবাজারে জটিল রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ
শেয়ার করুন