শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্টীর ১৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টীর ১৭০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্টীর মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে খাদ্র সামগ্রী বিতরণ কালে ক্ষুদ্র নৃ-গোষ্টীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় আলুবাড়ি, হরিণছড়া, কালাছড়া, গিলাছড়া, সানাছড়া, বিলাসছড়া, ফুলছড়া, ডলুছড়া, হারপাছড়া, জাম্বুরা ছড়া, হোসনাবাদ খাসিয়া পানপুঞ্জি, হোসনাবাদ খাসিয়া পুঞ্জি নাহার, ২নং নাহার ,জুলেখাপুঞ্জি, লংলিয়া খাসিয়া পুঞ্জি, চলিতাছড়া খাসিয়া পুঞ্জি, নিরালা খাসিয়া পানপুঞ্জি ও ধনছড়া পুঞ্জির বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন