এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোরেশী ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) শ্রীমঙ্গল কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৭০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র পরিবারের ১১জন শিশুকে বিনামুল্যে খৎনা সম্পন্ন করে তাদের ঔষধ ও নতুন লুঙ্গী বিতরণ করা হয়। ১৫জন ডায়াবেটিস রোগীকে চিকিৎসাপত্র দিয়ে বিনামুল্যে এক মাসের ঔষধ প্রদান করা হয়। কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ডা. নাজেম আল কোরেশীর সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সাজ্জাদ হোসেন চৌধুরী, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুধু মিয়া, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব মাও: হাফেজ মো.আব্দুল কুদ্দুস নিজামী,ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল,সিনিয়রর সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ ও মামুন আহমেদ প্রমুখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. ওমর আহমেদ, ডা. আমেনা বেগম, এবং ডা. অর্পিতা রায়।
শ্রীমঙ্গলে প্রায় ৮০০ মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ দিয়েছে কোরেশী ফাউন্ডেশন
শেয়ার করুন