মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলার সদর উপজেলার পৌর এলাকার গির্জাপাড়া এলাকা থেকে মাদক কারবারি মো: শামীম (৩৫)কে আটক করে। এসময় আটককৃত শামীমের কাছ থেকে ৪৫পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটক মাদক কারবারি পৌর এলাকার মাইজপাড়া এলাকার তরিক উল্লার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন