মৌলভীবাজারে ডিমের দোকানে ভোক্তার অভিযান, ৩টিতে জরিমানা


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে ডিমের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভবিাজার জেলা কার্যালয়।
রোববার (১৪ আগস্ট) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ এর একটি টিমের সহায়তায় জেলা শহরের কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রæতি অনুযায়ী ডিম বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স পদ্মাবতি ডিম সেন্টারকে ৫ হাজার টাকা, মেসার্স কামরুল ষ্টোরকে ২ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত ভাই ভাই ডিম আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযানে ৩টি ডিমের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন