চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন,আমাদের সকলকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ হৃদয়ে লালন করতে হবে। তা হলেই সেটা হবে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর সেরা উপায়। আজ বঙ্গবন্ধুর বাংলাদেশ উপেক্ষিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় উন্নয়নশীল দেশের স্বীকৃতিপ্রাপ্ত এক প্রগতিশীল গণতান্ত্রিকরাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি আদায় করে নিয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ওজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তমশাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়।কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী, বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ছবি প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া মাহফিল ছিল উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুলইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌরমেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।