শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃগোষ্ট্রি পরিবারে চিকিৎসা সেবা দিতে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ট্রি পরিবারে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমতলে বসকাসরত দেড়শতাধিক ক্ষুদ্র নৃগোষ্টির মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৫ই আগস্ট) সকালে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্্র এর আয়োজনে “সেবা সপ্তাহের” অংশ হিসাবে লংলিয়া ছড়া খাসিয়া পুঞ্জিতে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সমলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে লংলিয়া ছড়া খাসিয়া পুঞ্জির প্রায় শিশু, মহিলা, পুরুষ সহ প্রায় ১৫৫ জন ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পুঞ্জি প্রধান কিরি লংথংন বলেন “এই সেবা পেয়ে আমরা পুঞ্জি বাসি খুবই উপকৃত এই জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তবে প্রতি মাসে এই সেবা চালু করা হলে আমাদের সবাই উপকৃত হবো। ভ্রাম্যমাণ মেডিকের কেম্পে চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর চিকিৎসক ডা. পার্থ সারথি সিংহ, ডা. দেবশ্রী দত্ত মেডিকেল অফিসার, ডা. সম্রাট কিশোর পোদ্দার। এছাড়াও পিকলু বিশ্বাস, ইন্টার্ন (ম্যাটস) জান্নাতুল ফেরদৌস পুষ্প ইন্টার্ন (ম্যাটস) মো: জাবেদুর রহমান অফিস সহকারী, ও দীপংকর দেব রাজু অফিস স্টাফ ও তাজুল উসলাম জাবেদ শ্রীমঙ্গল উপজেলার সকল ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন