জাতীয় শোক দিবস উপলক্ষে জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ


এম.মুসলিম চৌধুরী:
মৌলভবিাজারে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২০২১-২২ অর্থবছরের জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায়, দুঃস্থ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ।
বুধবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আর্থিক অনুদানের চেক বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় ২০২১-২২ অর্থবছরের জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ২১ জন অসহায়, দুঃস্থ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্টানে সুবিধাভোগিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন