শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে আমেরিকা কমিউনিটি লিডার মিজানুর রহমানের মতবিনিময়


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে আমেরিকা কমিউনিটি লিডার মিজানুর রহমান মতবিনিময় করেছেন।
বুধবার সন্ধ্যা ৭টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: কাওছার ইকবাল, প্রেসক্লাব অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ। এছাড়াও প্রেসক্লাবের সহযোগী সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক মিজানুর রহমান আলম, নূর মোহাম্মদ সাগর, আহমেদ এহসান সুমন, মো: সাকের আহমেদ, মো: রুবেল আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমেরিকা প্রবাসী কমিউনিটি লিডার মো: মিজানুর রহমান মৌলভীবাজার ডিস্ট্রিক এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের উন্নয়ন ও দেশে সামাজিক কর্মকান্ডে নিয়জিত থেকে দেশ ও বিদেশের মানুষের কল্যায়নে কাজ করে যাচ্ছেন।

 

শেয়ার করুন