রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে আটক ২


এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন আটক হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক রতন চন্দ্র দেবনাথ, এসআই সুলেমান আহম, এএসআই মো: নজরুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে সিআর–৫৫/১৮(রাজঃ) এর সাজাপ্রাপ্ত আসামি মো: আনু মিয়া, পিতা-আজিদ মিয়া, সাং- খলাগাঁও এবং সিআর-১০৯/২২(রাজঃ) এর পরোয়ানাভুক্ত আসামি ২ মো: আবুল হোসেন, পিতা-মৃত এখলাছুর রহমান, সাং-তারাচং, উভয় থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আইনি ব্যবস্থা গ্রহন শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

শেয়ার করুন