এম.মুসলিম চৌধুরী:
আপনাদের সকল চাওয়া পাওয়া, কষ্টের কথা প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। আপনারা কাজে যোগদান করেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানে শ্রমিকদের কাজে ফেরাতে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আাহসান চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো নেই আমরা জানি, প্রধানমন্ত্রীও জানেন আপনাদের কষ্টের কথা, আমরা আপনাদের সকল অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি দেখছেন। প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথা বলবেন। আশা করি দুর্গাপূজার আগে বিষয়টি সমাধান করা হবে। এখন আপনারা কাজে ফেরেন। তিনি আরো বলেন, এক শ্রেনির দুষ্টলোক আপনাদের ভালো চায়না। তারা চায়না বিষয়টি সমাধান হোক।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা শোনেছি কারা আপনাদের ভয়ভিতি দেখাচ্ছেন। আপনাদের ভয় নেই আপনারা নির্ভিগ্নে কাজে ফেরেন। খুব শিগ্রিই আপনাদের সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী সমাধান করে দিবেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক আপনাদের সাথে কথা বলতে এসেছেন। প্রধানমন্ত্রী আপনাদের সকল সমস্যা দ্রæত সমাধান করবেন। এখন আপনারা কজে যোগ দিন। পরে শ্রমিকরা কাজে যোগদান করেন। বাগানে বাগানে শ্রমিকদের কাজে ফেরাতে জেলা প্রশাসকের সাথে ছিলেন, শ্রম দপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী,শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশীদ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার প্রমুখ। কিছু বাগানে এক পক্ষের শ্রমিকরা কাজে ফিরলেও অন্য পক্ষের শ্রমিকরা দৈনিক ৩০০টাকা মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে।