রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০টাকার নির্ধারণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দমিছিল করেছে চা শ্রমিকরা।
রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান থেকে চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে নারী চা শ্রমিকরা র্যালী নিয়ে শ্রীমঙ্গল শহরে আসেন। এসময় তাদের মজুরি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা জানিয়ে আনন্দমিছিল করেন চা শ্রমিকরা। চা শ্রমিকরা শেখ হাসিনা সরকার বার বার দরকার। চা শ্রমিকের পক্ষ থেকে শেখ হাসিনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে মিছিল দেন। পরে চা শ্রমিকরা মৌলভীবাজার সড়কে অবস্থিত লেবার হাউজে গিয়ে জড়ো হন। লেবার হাউজে চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরে বক্তব্য রাখেন। এসময় বালিশরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালেন্দী, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা মাখন লাল কর্মকার সহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চা শ্রমিকদের আনন্দমিছিল
শেয়ার করুন