শ্রীমঙ্গলে চা বাগানের শিক্ষার্থীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়


রিপোর্চ,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামুল্যে চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা।
বিগত দুই বছর ধরে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ও পিছিয়ে পড়া জনগোষ্টীর এলাকায় গিয়ে রক্তের গ্রæফ নির্ণয় করে দিয়ে আসছে। এই কর্মসূচীর ধারাবাহিকতায় সোমবার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামুল্যে নির্ধারণ করে দেয়। এ ব্যপারে চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উর্মী বারই জানান, তাদের বিদ্যলয়ের সকল স্টুডেন্টই চা বাগানের শ্রমিক। বিদ্যালয়ের কাজেই রক্তের গ্রæফ নির্ণয় প্রয়োজন। অভিভাবকদের বারবার বলার পরও তারা তা করে দিতে পারেননি। অবশেষে এই সংগঠটি তাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রক্তের গ্রæফ বিনামুল্যে নির্ণয় করে দেয়। দিন ব্যাপী এ কার্যক্রমে অংশনেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপাতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অপু চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার,সহ সাংগঠনিক সম্পাদক লিটন বৈদ্য, প্রচার সম্পাদক ইয়াছিন আহমদ শরিফসহ আরো অনেকে।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমদ, প্রধান শিক্ষক বিজয় নুনিয়া, সহকারী শিক্ষিকা, চৈতালী চক্রবর্তী, উর্মী বারাই, নাসরিন আক্তার ও বাগান পঞ্চায়েত সভাপতি লক্ষন বাউরী।

শেয়ার করুন