রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক করতোয়া’র ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র এর সভাপতিত্বে ও দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর সঞ্চালনায় আলোচনাসভা কেক কাটা ও র্যালী অনুষ্টিত হয়।
এসব অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশ বাংলার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও দৈনিক আনন্দবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি এম. মুসলিম চৌধুরী, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, প্রতিদিনের সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুর শুকুর, দৈনিক আমাদের কন্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি শাকির আহমেদ, দৈনিক দেশ রূপান্তরের শ্রীমঙ্গল প্র্রতিনিধি মো.সুমন সাংবাদিক অরবিন্দু দেব প্রমুখ।