রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুরিশের অভিযানে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান এর সার্বিক নির্দেশনায় রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ও এসআই(নিঃ) মো: কামাল উদ্দিন অভিযান চালিয়ে উপজেলার মৌলভীরচক গ্রামের কলিম উল্লাহর ছেলে হত্যা মামলার ১ নাম্বার আসামি লেচু মিয়া অরফে লেইছ মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি লেইছ মিয়া রাজনগর থানার মামলা নং-১, তারিখ-০১/০৯/২০২২ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ১নং আসামী। রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি লেইছ মিয়াকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এ হত্যা মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। দ্রæততম সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।