রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
শ্রীমঙ্গলে কম আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড ডিলার আব্দুল হাই এর দোকানে ৩০ টাকা কেজি দরের ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তাকদীর হোসেন , ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর উপস্থিত ছিলেন। এ কার্যক্রম শ্রীমঙ্গল পৌর এলাকার ভানুগাছ রোড, মৌলভীবাজার রোড, সিন্দুরখান রোডসহ কয়েকটি পয়েন্টে এক যোগে চালু করা হয়। সকাল থেকে লাইনে দাঁিড়য়ে নিজ নিজ এলাকার মানুষ স্থানীয় ডিলারের দোকান থেকে ৩০ টাকা করে কেজি জনপ্রতি ১৫০ টাকায় ৫ কেজি চাল ক্রয় করছেন কম আয়ের মানুষ। উর্দ্বগতির এই সময়ে নি¤œ আয়ের মানুষ ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।