রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় চোলাইমদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৫ সেপেটম্বর) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই মো: শাহ আলম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের ইউনিয়নের তিলকপুর চা বাগানের ডান্ডা গেইট এলাকা থেকে মাদক কারবারি শিমুল মালাকার অরফে সুভ্রত মালাকার গ্রেপ্তার করেন। আটক সুভ্রত মালাকার উপজেলার চানগাঁও গ্রামের সুধীর মালাকার অরফে রাখাল মালাকার এর ছেলে। এসময় আসামীর কাছ থেকে ৮২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত মাদক কারবারি সৃভ্রত একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৮, তারিখ: ২৬/০৭/২০২১ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইন ২০১৮ সনের ৩৬(১) টেবিল ২৪(গ) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৩, তারিখ: ০৫/০৯/২০২২ খ্রিঃ দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।