মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এসময় মাদক কারবারের জন্য ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
সোমবার রাত ১০টয় মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) একটি টিম এরম মাদক বিরোধী অভিযানের সময় পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের দ্বারক সড়কে সিএনজি চালিত অটোরিকসার চেলেঞ্জ করলে সিএনজির ভিতর থেকে একজন পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর আটকৃতের দেহ ও সিএনজি রিকসাটি তল্লাসী করে গাড়ির সিটের নিছ থেকে থেকে গোলাপী রংয়ের ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত মাদক কারবারি মৌলভীবাজার পৌর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে শাহান আহমদ সাজ। ৬ সেপ্টেম্বর সকালে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন