মৌলভীবাজারে গাজাঁ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলায় গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রলিশ সুপারের দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে এএসআই মো: রুমান মিয়া বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারের পশ্চিম পার্শ্বে মনু ব্রিক্স ফিল্ড এর সামনে
থেকে যতন তাঁতী নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়। আটক যতন তাঁতী শ্রীমঙ্গল উপজেলার জঙ্গলবাড়ী চা বাগানের মধু তাঁতীর ছেলে। এসময় ওপর মাদক কারবারি জিতেন কর্মকারকেও আটক করা হয়। জিতেন কর্মকার শ্রীমঙ্গল উপজেলার বউলাছড়া চা বাগানের রঞ্জিত কর্মকারের ছেলে। পুলিশ আটককৃত দুই মাদক কারবারির কাছ থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করে। অন্য এক অভিযানে অভিযানে এসআই মো: হাবিবুর রহমান অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের কৌলা সাইড অফিসের সামনে থেকে মাদক কারবারি মো: আবু তাহের কে গ্রেপ্তার করে। আবু তাহের বর্তমানে কৌলা গ্রামে বসবাস করে। সে কুমিল্লার রসুলপুরের আব্দুর রহিমের ছেলে। পুলিশ আবু তাহেরের কাছ থেকে ২২পিছ ইয়াবা উদ্ধার করে।

শেয়ার করুন