শ্রীমঙ্গল ( মৌলভীবাজার ) প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন।
মঙ্গলবার রাতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী মতবিনিময় কালে শ্রীমঙ্গল বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় মশিউর রহমান রিপন, বিগত সময়ে শ্রীমঙ্গল উপজেলায় তার কর্মকান্ড তুলে ধরেন এবং বিজয়ী হলে আগামীতে তার করনীয় বিষয়ে কথা বলেন। মশিউর রহমান রিপন বলেন, জেলা পরিষদ ছাড়াও ব্যক্তিগত এবং তার সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করেন। তিনি বিগত করোনাকালে জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলায় হাজার হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।