কমলগঞ্জে করোনা প্রতিরোধে টাউন হল সভা

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধ: ঝ্ুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্তা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সের কনফারেন্স রুমে এডাব এর সহযোগিতায় এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর  সঞ্চালনায় ও সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভূইয়া । আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জায়েদ হোসেন, ইপিআই কর্মকর্তা মো. আশরাফুল আলম, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মো. মোনায়েম খান, স্বাস্থ্য  সহকারী অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন এডাব প্রতিনিধি রোকসানা আরা আক্তার।

শেয়ার করুন