শিকড়ের সাথে সেতুবন্ধন

মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি মিছবাহুর রহমান


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয়ভাবে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক পত্রে চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক এবং তার সহকারী হিসেবে থাকবেন জেলা নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

শেয়ার করুন