রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরানবাজার সড়কে বৃষ্টির মধ্যে কাতরাচ্ছিল এক সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন নারী। খবর পেয়ে পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ভারসাম্যহীন নারীর কুলজুড়ে জন্ম নেয় ফুটফুটে এক পুত্রসন্তান। সন্তানের মুখ দেখে ভারসাম্যহীন নারীর মুখে হাসি ফুটে উঠে।
শুক্রবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের পৌর এলাকার পুরান বাজার রাস্তায় বৃষ্টির পানিতে ভিজে এক সন্তান সম্ভবা পাগলি যন্ত্রনায় কাতরাচ্ছিল। তখন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শ্রীমঙ্গল থানার পুলিশ। মানসিক ভারসাম্যহীন চুমকি নামের সেই গর্ভবতীকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। পরে পুলিশ সেখান থেকে ওই পাগলীকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত সাড়ে ৯টার দিকে ভ্রারসাম্যহীন নারীর কুলজুড়ে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম হয়। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা পুরানবাজার সড়ক থেকে ভারসাম্যহীন সন্তান সম্ভবা নারীকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর ওই নারীর কুল জুড়ে এক পুত্রসন্তান জন্ম নেয়। মা ও নবজাতক সুস্থ আছে। পুলিশ কর্মকর্তা হুমায়ূন কবিরের স্ত্রীর ব্যবহৃত বেশ কিছু কাপড়চোপড় দেওয়া হয় ওই নারীকে।
নবজাতক পুত্রসন্তানের মুখ দেখে ভারসাম্যহীন নারীর মুখে হাসি
শেয়ার করুন