আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এক শোকবার্তায় তিনি প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম এর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রাত ১১.৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) ৮৭ বছর বয়সী সাজেদা চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাজেদা চৌধুরী ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা) আসনের সংসদ সদস্য্য।
সাজেদা চৌধুরীর মৃত্যুতে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র শোক
শেয়ার করুন