মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণের দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণ করা ও নির্ধরিত মূল্যেে ছেয়ে অতিরিক্ত মূল্যে ঔষুধ বিক্রি করায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় চলা অভিযানে ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ সংরক্ষণ, মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ার ইউনি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন