শ্রীমঙ্গলে প্রতিবন্ধী, মাদকসেবী সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে প্রতিবন্ধী, মাদকসেবী ও প্রবীনদের পরিস্থিতি এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক র‌্যালী, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল রাজগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনারজী ও কারিতাসের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা।
এসময় ২৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন সহায়তা করা হয়। এর আগে শ্রীমঙ্গল পৌরসভার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তারা বলেন প্রতিবন্ধীরা সুস্থ স্বাভাবিক মানুষের মতো না। সুস্থ মানুষ যেভাবে সবকিছু উপভোগ করতে পারে তারা সেভাবে পারে না। তাই তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শণ করতে হবে। এসময় মৌলভীবাজার জেলার মাদকসেবী, প্রবীণদের বিভিন্ন সমস্যা ও অবস্থান তুলে ধরা হয়।

শেয়ার করুন